শহীদের লক্ষ্য ৩০ উইকেট


প্রকাশিত: ১০:১৪ এএম, ২৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার প্রথম পর্বের পর শেষ হয়েছে চট্টগ্রাম পর্বও। টুর্নামেন্টের শেষ দিকে শিরোপা লড়াইয়ের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত লড়াইও। এখন পর্যন্ত মোহাম্মদ নবীর সঙ্গে যৌথভাবে সর্বাধিক উইকেট শিকারি মোহাম্মদ শহীদ। তবে এখানেই থেমে থাকতে চান না ঢাকার এ পেসার। টুর্নামেন্ট শেষে নামের পাশে কমপক্ষে ২৫ থেকে ৩০ উইকেট দেখতে চান তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে শহীদ বলেন, ‘খুব ভালো লাগছে যে বাংলাদেশের এতো বড় একটা টুর্নামেন্ট বিপিএল যেটার জন্য আমরা অপেক্ষা করি সেখানে সবই ভালো যাচ্ছে। আমার লক্ষ্যটা এ রকমই। লক্ষ্য আছে ২৫ থেকে ৩০টা উইকেট নেয়ার। আশা করি ইনশাআল্লাহ যদি হয় আর কি।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন শহীদ। তবে নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতে পারেন তিনি। তার বলেই এ পর্যন্ত চারটি ক্যাচ ফেলেছেন দলের ফিল্ডাররা। তা না হলে উইকেট সংখ্যায় আরো এগিয়ে থাকতেন তিনি। তাই এ নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করেন এ পেসার।

‘একটু আক্ষেপ কাজ করে অবশ্যই। কারণ সাত ম্যাচে ১৮ উইকেট অনেক। চারটা থেকে দুটা ক্যাচ আসলেও ভালো হতো। একটু আক্ষেপ তো আছেই। এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনের দিকে তাকিয়ে আছি।’

ঢাকার প্রথম পর্ব দারুণ কাটানোর পর চট্টগ্রামে তিন ম্যাচের দুটোতেই হেরেছে তারা। শেষ দুই ম্যাচে টানা হার। তাই ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়াই চ্যালেঞ্জ তাদের, ‘এখন সবার চিন্তা- পেছনের ম্যাচে ভুলগুলো শুধরে নেয়া। ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করবো।’

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।