মাহমুদউল্লাহর দিকেই তাকিয়ে খুলনা


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে বরিশাল বুলসকে ফাইনালে তুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সে মুগ্ধতা থেকে এবার তাকে দলে পেয়েই দায়িত্ব দিয়েছে খুলনা টাইটান্স। আর তার প্রতিদান প্রতি ম্যাচেই দিয়ে চলেছেন তিনি। দলের পাঁচ জয়ের তিনটি এসেছে তার হাত ধরে। তাই সামনের ম্যাচগুলোতেও তার দিকে তাকিয়ে আছে দলটি।

ঢাকার দ্বিতীয় পর্বে প্রথম দিন বরিশাল বুলসের বিপক্ষে মাঠে নামছে খুলনা। তাই বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে তারা। অনুশীলন শেষে মাহমুদউল্লাহ প্রসঙ্গে দলের পাকিস্তানি পেসার জুনায়েদ খান বলেন, ‘মাহমুদউল্লাহ খুব ভালো ব্যাটিং করছে। এটা আমাদের দলের জন্য খুই ভালো দিক। পরের ম্যাচগুলোতেও সে এভাবে ব্যাটিং করে যাবে, ইনশাল্লাহ।’

এবারের আসরে সাত ম্যাচে দুটি ম্যাচে হেরেছে খুলনা। আর দুটি ম্যাচেই রংপুর রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে হারে তারা। চট্টগ্রামের শেষ ম্যাচে হারের পর এবার ঢাকায় ঘুরে দাঁড়াতে চায় দলটি। জয়ের লক্ষ্যেই মাঠে বলে জানান জুনায়েদ, ‘আমরা খুবই ইতিবাচক। শুধু জয়ের কথাই ভাবছি। শেষ ম্যাচ আমরা হেরেছি। তবে আমরা এখনো আশাবাদী। সবাই ইতিবাচকভাবেই ভাবছে।’

আসরের শুরু থেকেই ব্যাটিং ভালো হচ্ছে না খুলনার। বোলারদের কৃতিত্বেই জয় পেয়েছে তারা। এটাকে দলের ইতিবাচক দিক মনে করছেন জুনায়েদ। তার বিশ্বাস- ব্যাটসম্যানরাও ঘুরে দাঁড়াবে, ‘আমাদের বোলিং কম্বিনেশন ভালো। কুপার, মোশাররফ এবং আমি মিলে ভালোই হচ্ছে। সব বোলারই উন্নতি করছে। আশা করি ব্যাটসম্যানরাও দায়িত্ব নেবে।’

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।