শুক্রবার ঢাকায় ফিরছেন আন্দ্রে রাসেল


প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে মাঠে নামতে না হলেও বল হাতে দারুণ খেলেছিলেন তিনি। তবে দুর্ভাগ্যজনকভাবে পরদিন অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েন এ ক্যারিবিয়ান। সে কারণে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তবে ইনজুরি কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দিচ্ছেন এ তারকা।

প্রথম ম্যাচে খেলার পর দিন অনুশীলনে চোট পান রাসেল। এরপর ওয়েস্ট ইন্ডিজে ফিরে যান তিনি। ঢাকার জন্য স্বস্তির কথা দ্রুতই সেরে উঠেছেন রাসেল। আগামীকাল শুক্রবার সকালেই ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। সে ক্ষেত্রে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই মাঠে দেখা যেতে পারে তাকে।

রাসেল ইনজুরিতে পড়ায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনেকে খেলায় ঢাকা। এরপর সেকুগে প্রসন্নকে মাঠে নামায় দলটি। তবে একজন পেস অলরাউন্ডারের অভাব বোধ করছিল দলটি। সে লক্ষ্যে ইংলিশ অলরাউন্ডার ম্যাট কোলসকে অন্তর্ভুক্ত করে তারা। তবে আশানুরূপ ফলাফল নয়া পাওয়ায় আন্দ্রে রাসেলকেই ফিরিয়ে আনছে দলটি।

নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রাসেল সম্পর্কে অধিনায়ক সাকিব বলেছিলেন, ‘রাসেলের হালকা চোট আছে। সে জ্যামাইকায় ফিরে গেছে। দ্রুতই সেরে উঠে আমাদের সঙ্গে যোগ দেবেন। টুর্নামেন্টের পরবর্তীতে সে আমাদের সঙ্গে যোগ দেবে।’

ঢাকার প্রথম পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলে চলেছিল ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও জয় তুলে এককভাবে উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তবে পরের দুই ম্যাচে টানা দুই হারে কিছুটা হলেও কোণঠাসা দলটি। তাই আবার জয়ের ধারায় ফিরতে রাসেলকে আবার উড়িয়ে আনছে দলটি।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।