বিপিএল খেলতে শুক্রবার ঢাকায় আসছেন গেইল


প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৪ নভেম্বর ২০১৬

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয়ে থাকে ক্রিস গেইলকে। দেশ-বিদেশের প্রায় সব ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সদর্প বিচরণ ক্যারিবিয় এই তারকার। আইপিএল, বিগব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পিএসএল, এসপিএল -সবখানেই আছেন তিনি। যে কোনো টেস্ট খেলুড়ে দেশে টি-টোয়েন্টি লিগ হলেই, সেখানেই খেলেছেন গেইল।

এর আগে বরিশাল বার্নার্স ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএল মাতালেও চলতি আসরে শেষ হয়ে গেছে ২৪টি ম্যাচ। কিন্তু গেইল ছিলেন অনুপস্থিত। এই অসম্পূর্ণতাও এবার ঢেকে যাচ্ছে। শুক্রবার চিটাগাং ভাইকিংসের হয়ে খেলতে ঢাকায় আসছেন টি-টোয়েন্টির এই রাজা। আর সব ঠিক থাকলে ২৭ নভেম্বর মিরপুরে খেলবেন এবারের আসরে নিজের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচেই চিটাগাংয়ের হয়ে খেলার কথা তার।

এদিকে বিপিএলের সবচেয়ে চিত্তাকর্ষক লড়াইটা তাই দেখা যেতে পারে ২৭ নভেম্বর রাতেই। একদিকে ক্রিস গেইল, অন্যদিকে শহিদ আফ্রিদি। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর। আর ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে চিটাগাং।

এমআর/এনএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।