শেষ চারে শেখ জামাল


প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

মঙ্গলবার ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের সাডেন ডেথে ৫-৪ গোলে ব্রাদার্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে শেখ জামাল। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা ছিল।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল বললে ভুল বলা হবে না। দেশি ও বিদেশি খেলোয়াড় সংগ্রহে এই তকমা লেগেছে তাদের গায়ে। অথচ তূলনামূলক দুর্বল প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জিততেই ঘাম ছুটে গেছে তাদের। খেলার ৪৫ মিনিটে লিওনেলের গোলে এগিয়ে যায় ধানমণ্ডির ক্লাবটি।

বিরতির ৬ মিনিট পর রাব্বি গোল করে ব্রাদার্সকে সমতায় ফেরায়। ৫৬ মিনিটে নাইজেরীয় ডিফেন্ডার অ্যাডমস জানকাসা গোল করলে   ২-১-এ নিয়ে যায় তারা গোপী বাগের ক্লাবটি।

এই ব্যবধান বেশ কিছুক্ষন ধরেও রেখেছিল ব্রাদার্স। ৮৩ মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোর করা গোলে ম্যাচে সমতায় ফিরে হাফ ছেড়ে বাঁচে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল।

পরে অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় খেলা  নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও নিষ্পত্তি না হওয়ায় পরে সাডেন ডেথে জিতে মাঠ ছাড়ে শেখ জামাল।

এমআর/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।