সৌম্যর কাছ থেকে লম্বা ইনিংসের আশায় জাভেদ


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

ব্যাটিংয়ে শাহজাদ তার মতো হাত খুলে খেলে ২০৬ রান করে রান তোলায় সাত নম্বরে। মোহাম্মদ মিঠুনও ১৮৭ রান করে ১১ নম্বরে। কিন্তু একটা অতৃপ্তে খানিক পোড়াচ্ছে কোচ জাভেদ ওমর বেলিমকে। সেটা আর কিছুই না। মারকুটে ওপেনার সৌম্য সরকারের লম্বা ইনিংস খেলতে না পারা। রংপুর কোচ কায়মনে চাচ্ছেন, সৌম্য সরকার লম্বা ইনিংস খেলুন।
 
তার কথা, ‘আমি আফগান শাহজাদকে বলেছি মন খুলে খেলতে। আর বলা আছে সময় মতো বুদ্ধি খাটিয়ে খেলতে হবে।’
তাহলে কি কোনোই অপূর্ণা নেই? সে অর্থে তেমন অপূর্ণতা নেই। সৌম্য দু-তিনটি ম্যাচে শাহজাদের সাথে ভালোই সঙ্গ দিয়েছে। তবে লম্বা খেলতে পারছেন না।

বলতে পারেন, সেটা এক ধরনের অতৃপ্তি। জাভেদ বলেন, ‘আমি চাই সৌম্য হাত খুলে নিজের খেলাটা খেলুক। প্রতিপক্ষ বোলিং শক্তিকে দুমড়ে মুচড়ে ৫০ /৬০ রানের ইনিংস সাজাক। তাহলে দলের লাভ হবে। সৌম্য লম্বা ইনিংস খেলতে পারলে ব্যাটিংটা আরো সমৃদ্ধ হবে। সৌম্যর ব্যাট থেকে বড় ইনিংস বেরিয়ে আসলে স্কোর ১৭০/১৮০ গিয়ে ঠেকবে।’

এআরবি/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।