টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

ব্রিসবেনের গ্যাবায় গ্রুপ ‘বি’এর ম্যাচে মুখোমুখি হচ্ছে আইসিসির দুই সহযোগী দেশ আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। টস জিতে আয়ারল্যান্ড দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৯.৩০ মিনিটে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচেই ক্যারিবীয়দের হারিয়ে বিশ্বকাপ  মিশন শুরু করেছে আইরিশরা। অন্যদিকে আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করে হেরেছে।তবে এই প্রথম নিজেদের মধ্যে মুখোমুখি হচ্ছে আইসিসির এ দুই সহযোগী সদস্য দেশ।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু বালবিরনি, আলেক্স কুস্যাক, জর্জ ডকরেল, এড জয়সি, জন মুনি, কেভিন ও`ব্রাইন, নিয়াল ও`ব্রাইন, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, গেরি উইলসন

আরব আমিরাত দল: মোহাম্মদ তৌকির, খুররাম খান, স্বপ্নীল পাতিল, সাকলাইন হায়দার, আমজাদ জাভেদ, শামীম আনোয়ার, আমজাদ আলী রোহান মুস্তফা, মানজুলা গৌরজ, মুহাম্মদ নাভেদ, ক্রিশনা কারাতে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।