সহযোগী দেশের সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ!


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৩ নভেম্বর ২০১৬

টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার কথা ভেবে চলতি বছর বিশ্বকাপের পর ২০১৮ সালে আবারো টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চিন্তা করেছিল আইসিসি। তবে এবার জানা গেছে,  বিশ্বকাপ নয়, সহযোগী দেশগুলো নিয়ে আলাদাভাবে একটি টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনের কথা ভাবা হচ্ছে। আর এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হতে পারে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকে!

জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো থেকে জানা গেছে ২০১৭ সালের শেষ দিকে অথবা ২০১৮ এর শুরুতে এই টি টোয়েন্টি টুর্নামেন্টটি আয়োজন করা হতে পারে। তবে আইসিসির অনুমোদন না পাওয়ায় এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই টুর্নামেন্টে খেলবে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, আরব আমিরাত, পাপুয়া নিউগিনি, ওমান এবং নেদারল্যান্ডস। ক্রিকইনফোর সূত্র মতে বাংলাদেশ-জিম্বাবুয়েকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হলেও তাদের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।