মান্নার নাম মুছে ফেললো ছাত্রলীগ


প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার ষড়যন্ত্র করায় ডাকসু সংগ্রহশালায় থাকা ডাকসু নেতৃবৃন্দের তালিকা থেকে জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার নাম মুছে ফেলেছে ছাত্রলীগ। এসময় তারা ডাকসুর সংগ্রহে থাকা মান্নার ছবিও আগুনে পুড়িয়ে দেয়।

মঙ্গলবার দুপুর ১টা ৩৭মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু জয়দেন নন্দী, যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন আহমেদ ও দপ্তর সম্পাদক শেখ রাসেলের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন ছাত্রলীগের নেতাকর্মী মান্নার নাম মুছে ফেলে ও ছবি পুড়িয়ে দেয়।

জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবু জয়দেন নন্দী বলেন, যারা দেশ গড়ার কারিগর, সে দেশ গড়ার কারিগরদের যিনি লাশ বানাতে চান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি লাশের প্রত্যাশা করেন তার কোনো নাম নিশানা এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত বলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেনা।  

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।