চট্টগ্রামে শোয়েব-স্মিথ ঝড়


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২২ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস। দুই বিদেশি তারকা ডোয়াইন স্মিথ ও শোয়েব মালিকের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে তারা। দু’জনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এ দু’জনের ব্যাটে ভর করে ১৮৫ রানের বড় সংগ্রহ পেয়েছে দলটি।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামেন স্মিথ। এক প্রান্তে স্বভাবসুলভ ঝড়ো ব্যাটিং চালিয়ে যান তিনি। মাত্র ২৮ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত পেরেরার বলে আউট হওয়ার আগে ৪৯ বলে ৬৯ রান করেন এ ক্যারিবিয়ান। ৬টি চার ও ৩টি ছক্কায় সাজান নিজের ইনিংসটি।

প্রথম উইকেটে তামিমের সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন স্মিথ। দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়ের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি। এরপর আরেক বিদেশি শোয়েব মালিকের সঙ্গেও গড়ে ৪৭ রানের জুটি গড়ে এনামুল হকের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি।

স্মিথ আউট হলে আরেক প্রান্তে ঝড় তোলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে খেলেন ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস। মাত্র ২৯ বল মোকাবেলা করে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। বিপিএলে এটা তার প্রথম হাফ সেঞ্চুরি। পঞ্চম উইকেটে জহুরুলের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন এ পাকিস্তানি ব্যাটসম্যান।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।