ব্যাটিং নিয়ে চিন্তিত মাহমুদউল্লাহ


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২২ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে খুলনা টাইটান্স। আর তার সব ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে খুলনার ব্যাটিং লাইন-আপে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানের লজ্জাটাও পেয়েছে তারা। তাই স্বাভাবিকবাবেই ব্যাটিং নিয়ে চিন্তিত দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
 
চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘হ্যাঁ, ব্যাটিং নিয়ে অবশ্যই চিন্তিত। কারণ যেহেতু এখন আমরা টুর্নামেন্টের আরো গভীরে যাচ্ছি। টপঅর্ডার ব্যাটিং নিয়ে একটু চিন্তিত। বেশ কয়েকটা ইনিংসে আমরা লাইন-আপ পরিবর্তন করেছি কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। তবে আমি এখনো আশাবাদী, একটা ম্যাচে যদি আমরা ভালো একটা ছন্দ পাই তাহলে টপঅর্ডার ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসটা বাড়বে।’
 
মঙ্গলবার রংপুরের বিপক্ষে সহজ পরাজয়ই বরণ করতে হয়েছে খুলনাকে। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৫ রানের লক্ষ্য দেয় তারা। এর আগে এ রংপুরের বিপক্ষে ঢাকায় মাত্র ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল তারা। উইকেটের কারণে এমন হচ্ছে কিনা জানতে চাইলে বিষয়টি উড়িয়ে দেন তিনি। তার মতে, উইকেট নয় নিজেদের ব্যর্থতায় বড় স্কোর করতে পারছে না দলটি।
 
‘উইকেটটা ভালো ছিল। আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের মনে হয় আরো আক্রমণাত্মক থাকা উচিত। কারণ প্রথম ছয় ওভার অনেক গুরুত্বপূর্ণ। আজকে যেরকম উইকেট ছিল, ১৬০ রানের উইকেট ছিল। তবে ওরা ভালো বল করেছে। এটা ওদের শক্তি। কোন স্পিনারকে কীভাবে খেলতে হবে, কোন গ্যাপে খেললে ভালো হবে, ওটা হয়তো আমরা করতে পারিনি।’
 
ব্যাটিং খারাপ করলেও নিজের দল নিয়ে দারুণ খুশি মাহমুদউল্লাহ। বিশ্বাস করছেন খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে দলের ব্যাটসম্যানরাও, ‘এখন পর্যন্ত আমরা বেশ ভালো খেলছি। কারণ সাত ম্যাচে আমরা পাঁচটা জয় পেয়েছি। আরো আমাদের পাঁচটা খেলা আছে। চেষ্টা থাকবে আরো দুই তিনটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে ইনশাআল্লাহ্ খুব ভালো হবে। প্রথম পর্ব শেষে ভালো একটা অবস্থায় থাকতে পারবো।’
 
আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।