জুয়াড়িদের সঙ্গে আল-আমিনের যোগাযোগ নেই : বিসিবি


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

জুয়াড়িদের সঙ্গে আল-আমিনের যোগাযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির  গণমাধ্যমবিষয়ক কমিটির প্রধান জালাল ইউনুস এ কথা জানিয়েছেন।

জালাল ইউনুস বলেন, আকসু আমাদের জানিয়েছে, আল-আমিনের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। কারণ দলের নির্দেশ অমান্যর প্রশ্নে আমরা কোনো আপস করব না। যেসব প্রতিবেদনে বলা হয়েছে যে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ব্রিসবেনে দলের নিয়মভঙ্গ করে প্রায় দুই ঘণ্টা পরে হোটেলে ফিরেছিলেন আল-আমিন। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই রাত ১২টা পর্যন্ত বাইরে থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই অলরাউন্ডারকে। আল-আমিনের ‘রহস্যজনক’ আচরণ বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে জানিয়েছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তাবিষয়ক ইউনিট (আকসু)।

২০১৩ সালে অভিষেকের পর ছয়টি টেস্ট ও ১১টি ওয়ানডে খেলেছেন আল-আমিন। তেমন অভিজ্ঞ না হলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স সুযোগ এনে দিয়েছিল বিশ্বকাপ দলে। কিন্তু ক্রিকেটের সেরা আসরে একটিও ম্যাচ না খেলেই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসছেন তিনি।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।