টসে জিতে ব্যাটিংয়ে কুমিল্লা


প্রকাশিত: ১১:৪১ এএম, ২১ নভেম্বর ২০১৬

মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য প্রতিশোধের ম্যাচ। অপরদিকে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের জন্য সেই জয়টা ধরে রাখার মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (সোমবার) ফিরতি পর্বে আবার মুখোমুখি দুই দল। ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি।

এদিকে চলতি আসরে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে হার দিয়ে শিরোপা ধরে রাখার মিশন নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর টিম কম্বিনেশনটাই ঠিক করে উঠতে পারেনি তারা। দলের সমন্বয়ের অভাব মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট।

তবে এ অবস্থায় সর্বশেষ ম্যাচে রাজশাহী কিংসকে হারিয়েই অনেক প্রতীক্ষার জয় দেখেছে মাশরাফি বিন মর্তুজার দল। তাই এ ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে প্রথম ম্যাচের হারের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর মাশরাফির কুমিল্লা।

কুমিল্লার মতো পয়েন্ট টেবিলে তামিমের চিটাগাংয়ের অবস্থাও বেশ নাজুক। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও পরে টানা চার ম্যাচ হেরে যায় দলটি।

তবে শেষ ম্যাচে রাজশাহীকে হারিয়ে কিছুটা মনোবল ফিরে পেয়েছে তামিম-তাসকিনরা। এর সঙ্গে নিজেদের মাঠে খেলা বলে দর্শকদের সাপোর্ট তো থাকছেই। তাই এ ম্যাচে আবারো জয়ের আশা করতেই পারে দলটি।  

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।