ব্যাটসম্যানদেরই দায় দিলেন মুশফিক


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২০ নভেম্বর ২০১৬

টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বরিশাল বুলস। অথচ ঢাকার প্রথম পর্বের শেষ তিন ম্যাচে টানা তিনটি ম্যাচেই জয় পেয়েছিল তারা। চট্টগ্রামে এসে হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে দলটি। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বোলারদের ব্যর্থতায় হেরেছিল তারা। তবে রোববার খুলনা টাইটান্সের বিপক্ষের হারের দায়টা ব্যাটসম্যানদের উপর দিলেন দলের অধিনায়ক মুশফিকুর রহীম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আগের ম্যাচে আমাদের বোলাররা ভালো করতে পারেনি। তবে আজকে আমাদের বোলাররা ভালো করেছে। আমার মনে হয় এ উইকেটে ১৫১ রান চেজ করার মত ছিল। তবে ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারেনি বলেই আমরা ম্যাচটা হেরেছি। শুরুর দিকের সেরা সেরা চার ব্যাটসম্যান ভালো ব্যাটিং করতে পারেনি। এজন্য পিছিয়ে গেছি।’

এদিন বরিশালের ইনিংসের পঞ্চম ওভার থেকে নবম ওভার পর্যন্ত কোন বাউন্ডারি মারতে পারেনি তারা। সেখানে ম্যাচে কিছুটা পিছিয়ে যান বলে মনে করেন মুশফিক। এরপর শেষদিকের ব্যাটসম্যানরাও দায়িত্ব নিতে না পারায় ম্যাচ আর হয়ে ওঠেনি তাদের। তবে ব্যাটসম্যানদের দায় দিলেও বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন মুশফিক। এছাড়াও প্রতিপক্ষের বোলারদেরও প্রসংশা করেন তিনি।

‘১৫১ চেজ করার মত স্কোর। আমাদের তাইজুল ভালো করেছে, এমরিটও ভালো করেছে। টি-টোয়েন্টিতে এক ওভারেই খেলা পরিবর্তন করে দেয়। আমরা শেষ ৫-৬ ওভার কোনো বাউন্ডারি পাইনি। তবে ওদের জুনায়েদ, কুপার, শফিউল দারুণ বোলিং করেছে। এ জন্য আমরা পিছিয়ে পড়েছি। আশা করি পরের ম্যাচে আমরা ভুলগুলো শুধরে ফিরে আসবো।’

অন্যান্য দিনের মত আজও অনেক শিশির পরে চট্টগ্রামে। আর তাই কিছুটা হলেও ব্যাটিংয়ে সমস্যা হয়। তবে এটাকে কোন অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নন মুশফিক, ‘হ্যাঁ, এখানে অনেক শিশির পরে। এটা সবার জন্যই অনেক কঠিন। বিশেষ করে স্পিনারদের জন্য এটা খুবই কঠিন। তবে এটা কোন অজুহাত নয়। আমরা ভালো খেলতে পারিনি বলেই হেরেছি।’

আরটি/এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।