হাসপাতালে মুশফিক
অস্ট্রেলিয়ার মেলবোর্নে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। এক্সরে করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছেনা।
গুরুতর কিনা জানতে স্ক্যান করা হবে, এরপর ডাক্তারের পরামর্শের ওপর নির্ভর করছে লঙ্কানদের বিপক্ষে তার খেলার ভাগ্য বলেও জানিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মুশফিক। ৭১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।
১০৫ রানের এই জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করা বাংলাদেশ পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে। তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
এআরএস/আরআইপি