তবুও অতৃপ্ত মাহমুদউল্লাহ


প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২০ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তালিকার শীর্ষে উঠে এসেছে খুলনা টাইটান্স। ছয় ম্যাচে সর্বাধিক পাঁচটি জয় তুলে নিয়েছে তারা। অথচ তারপরেও অতৃপ্তি রয়ে গেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মনে। তার মতে এখনও নিজেদের সেরা ব্যাটিং করতে পারছেন না তারা। বোলিং ও ফিল্ডিং ভালো হওয়ার কারণেই জয় পাচ্ছে দলটি।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, আমার আরও উইকেটে থাকার দরকার ছিল, আরেকটু সহযোগিতা করা উচিৎ ছিল। পাঁচ ছয় সাত ওভারে ভালো হয়নি। মাঝের ওভারে রিকি ভালো করেছে বলেই এ রান হয়েছে। কিন্তু তারপরও আমি মনে করি আমাদের ১৫-২০ রান কম হয়েছে। শেষ ম্যাচেও ১০/১৫ রান কম হয়েছিল। আমরা বোলিং ভালো করছি বলে এ জিনিসগুলো বুঝতে পারছি না। এছাড়াও আমাদের ফিল্ডিংও ভালো হচ্ছে।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে বরিশালকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। আর দলের এ পুঁজির ভিত্তি গড়ে দিয়েছেন মাহমুদউল্লাহ। ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে হয়েছেন তৃতীয় বারের মত ম্যাচসেরা। আর তাতে দারুণ খুশি মাহমুদউল্লাহ, `অবশ্যই খুশি। সব কৃতিত্ব বোলারদের। সবাই পরিকল্পনা মতো বোলিং করেছে। তবে টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যা আছে। আশা করছি তাদের উন্নতি করবে`।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ বোলিং করে যাচ্ছে খুলনার বোলাররা। ১৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সেরা বোলার শফিউল ইসলাম। এছাড়াও ক্যারিবিয়ান তারকা কেভন কুপারও দারুণ বোলিং করছেন বলেও জানান মাহমুদউল্লাহ।

‘এই কিন্ডিশনে বোলিং করা কঠিন। বোলারদের পরিকল্পনা করে বোলিং করেই সফল হয়েছে। আর ও (কুপার) ভালো করেছে। আশা করি ধারাবাহিকতা বজায় রাখবে। শফিউলের কাছ থেকে যা চাচ্ছিলাম সে তাই করেছে। সে আক্রমণাত্মতক খেলেছে। সামনের ম্যাচে এটা ধরে রাখতে চাই।’

আরটি/এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।