শহীদকে হটিয়ে সবার ওপরে শফিউল


প্রকাশিত: ০৪:১১ পিএম, ২০ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বোলারদের প্রতিযোগিতাটা দারুণ জমে উঠেছে। আজ শফিউল তো কাল শহীদ অথবা আফ্রিদি-নবীরা। রোববার আরো একবার বিপিএলে চার উইকেট শিকার করে শীর্ষে উঠে এলেন শফিউল। এ আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সর্বাধিক ১৩টি উইকেট নিয়েছেন খুলনা টাইটান্সের এ পেসার।

এদিন চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বুলসের বিপক্ষে ১৫১ রানের পুঁজি নিয়ে লড়াই করতে নামে খুলনার বোলাররা। শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তারা। আর এর নেতৃত্ব দেন শফিউল ইসলাম। এবারের আসরের দ্বিতীয় চার উইকেট তুলে নেন তিনি। আর বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৭টি উইকেট তুলে নিয়ে সেরা পাঁচে উঠে এলেন এ পেসার।

এদিন শুরুতে বিপদজনক হয়ে ওঠা বরিশালের লঙ্কান ব্যাটসম্যান জীবন মেন্ডিসকে দিয়ে উইকেট শিকার শুরু করেন শফিউল। এরপর দ্বিতীয় স্পেলে বল করতে তুলে নেন বরিশালের সেরা ব্যাটসম্যান অধিনায়ক মুশফিকুর রহীমকে। এরপর ম্যাচের শেষ ওভারে জোড়া উইকেট তুলে খুলনাকে পঞ্চম জয় এনে দেন তিনি। রুম্মান রাইসের পর শেষ উইকেট তাইজুল ইসালামকে তুলে নিলে জয়ের উল্লাসে মাতে খুলনা।

কদিন আগে আফাগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে হঠাৎ করে জাতীয় দলে ডাক পান শফিউল ইসলাম। এরপর আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজেও আছেন এ পেসার। তবে রুবেল হোসেন ও আল-আমিন হোসেনদের না নিয়ে তাকে দলভুক্ত করায় কম সমালোচনা শুনতে হয়নি তাকে। আর এ সমালোচনার উপযুক্ত জবাব দিয়েই চলেছেন শফিউল।

আরটি/এনইউ/এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।