৯ হাজারী ক্লাবে গেইল
বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পাওয়া ক্রিস গেইল অবশেষে শতকের দেখা পেলেন। ১৫০ বল খেলে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি এবং ওয়ানডে ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন গেইল।
বিশ্বকাপের ১৫তম ম্যাচে পুল ‘বি’ এর খেলায় ক্যানবেরার মানুকা ওভালে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে এ সেঞ্চুরি করেন তিনি। ৫টি ৪ এবং ৫টি ৬ মেরে ১০৫ বল খেলে শতরান পূর্ণ করেন গেইল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২০৩ রান। ক্রিস গেইলের সংগ্রহ ১১৪ বলে ১২১ রান এবং মারলন স্যামুয়েলসের সংগ্রহ ১১৯ বলে ৭১ রান।
আরআই