গেইলের ব্যাটে প্রতিরোধ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের ১৫তম ম্যাচে পুল ‘বি’ এর খেলায় ক্যানবেরার মানুকা ওভালে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। খেলার শুরুতেই ডোয়াইন স্মিথের উইকেট হারালেও ক্রিস গেইলের ব্যাটে প্রতিরোধ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন বাঁহাতি হার্ডহিটার ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে শুন্য হাতে সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৫.১ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৬৬ রান এবং ক্রিস গেইলের সংগ্রহ ১০৫ বলে ১০০ রান।

উল্লেখ্য, এই ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।

জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, তেন্দাই চাতারা, ক্রেইজ আরভিন, তাফাজ্জা কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর এবং শেন উইলিয়ামস।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।