পয়েন্ট বাড়ানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে
১১তম বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে জিম্বাবুয়ে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে তারা।
বিশ্বকাপের ১৫তম ম্যাচে পুল ‘বি’ এর খেলায় ক্যানবেরার মানুকা ওভালে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামে ক্রিস গেইল এবং স্মিথ। কিন্তু প্রথম অভারে টিনাশে পানিয়াঙ্গারা বলে আউট হয় স্মিথ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৪৯ রান।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ শেষে এক বৃত্তে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। শেষ ম্যাচের জয় স্বস্তি হয়ে এসেছে দুই শিবিরেই। মুখোমুখি লড়াইয়ে জিতে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী করার সুযোগ তাদের সামনে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।
জিম্বাবুয়ে স্কোয়াড: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, তেন্দাই চাতারা, ক্রেইজ আরভিন, তাফাজ্জা কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর এবং শেন উইলিয়ামস।
আরআই