শুরুতেই বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

১১তম বিশ্বকাপের নিজেরদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামে ক্রিস গেইল এবং স্মিথ। কিন্তু প্রথম অভারে টিনাশে পানিয়াঙ্গারা বলে আউট হয় স্মিথ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ এক ওভার শেষে এক উইকেট হারিয়ে তিন রান।

‘বি’ গ্রুপের এই ম্যাচটি হচ্ছে ক্যানবেরার ম্যানুকা ওভালে।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, ডুয়েন স্মিথ, জোনাথন কার্টার, মারলন স্যামুুয়েলস, লেন্ডল সিমন্স, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, সুলিমান বেন এবং জেরমে টেইলর।

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা/চামু চিবাবা, রিগিস চাকাবা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন, এলটন চিগুম্বুরা, সলোমন মারে, টিনাশে পানিয়াঙ্গারা, টেনডাই চাতারা এবং তাফাডজা কামুনগোজি।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।