কুমিল্লার জয়ের নায়ক সোহেল


প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৯ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে এসে রাজশাহী কিংসকে হারায় দলটি। আর দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পাকিস্তানি পেসার সোহেল তানভীর। দুর্দান্ত বোলিং করে তুলে নিয়েছেন ৪টি উইকেট।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীকে ১৫৩ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। বোলিং করতে এসে ইনিংসের পঞ্চম ওভারে শুরুতেই ওপেনার জুনায়েদ সিদ্দিকীকে ফেরান তানভীর। একই ওভারে রাজশাহীর সবচেয়ে বিপদজনক ব্যাটসম্যান সাব্বির রহমানকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন এ পাকিস্তানি।

এরপর ১৮তম ওভারে বোলিং করতে এসেও জোড়া উইকেট তুলে নেন তানভীর। রাজশাহীর দুই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজাকে উইকেটরক্ষক লিটন কুমার দাসের তালুবন্দী করে কুমিল্লাকে প্রথম জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

শেষ পর্যন্ত তিন ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে পান ৪টি উইকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটা তার দ্বিতীয় ৪ উইকেট।

আরটি/এনইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।