ইরাকে দ্বিতীয় দফায় মার্কিন বিমান হামলা


প্রকাশিত: ০৩:২১ এএম, ০৯ আগস্ট ২০১৪

ইরাকের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এ হামলা চালানোর খবর জানিয়েছে।

পেন্টাগন জানিয়েছে, মার্কিন ড্রোন ও নৌবাহিনীর যুদ্ধবিমান ইরবিলের কুর্দিশ শহরের কাছে হামলা চালিয়েছে। ওই এলাকাতেই শুক্রবার প্রথমবার হামলা চালিয়েছিল মার্কিন বিমান।

দ্বিতীয় দফায় হামলায় মার্কিন ড্রোন বিদ্রোহীদের একটি আস্তানা ধ্বংস করেছে। এতে একদল ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহী নিহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সামরিক অভিযানের ব্যাপারে কোনো সময়সীমা নির্ধারণ করেননি। এ ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট জানিয়েছেন, পরিস্থিতির উপর ভিত্তি করেই এ অভিযানের সময়সীমা নির্ধারণ করা হবে।

এই বিমান হামলার মাধ্যমে ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরি ইরাকে সামরিক অভিযান চালালো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ বিবিসিকে জানিয়েছেন, ইরবিলে আইএস বিদ্রোহীদের তৎপরতা রোধই এই হামলার প্রাথমিক লক্ষ্য।

তিনি আরও জানান, এই হামলার দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো কুর্দিশ বাহিনীকে নিজেদের পায়ে দাঁড়ানো ও তাদের নিজেদের শত্রু নিজেদের মোকাবেলা করতে দেওয়ার জন্য কিছু সময় ও সুযোগ করে দেওয়া।

চলতি বছরের জুন মাসে শুরু হওয়া সংঘর্ষের পর ইরাকের উত্তরাঞ্চলের দখল নিয়েছে সুন্নি মুসলিমভিত্তিক সংগঠন আইএস। ‍সিরিয়ার কিছু অঞ্চলও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে তারা।

এদিকে আইএস বিদ্রোহীরা ইরাকে হামলা শুরু করার পর সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। সূত্র : বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।