চট্টগ্রামে প্রসন্নর ছক্কা ঝড়


প্রকাশিত: ১১:৫১ এএম, ১৯ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান অলরাউন্ডার সেকুগে প্রসন্ন। খুলনা টাইটান্সের বিপক্ষে প্রয়োজনীয় মুহূর্তে দারুণ ব্যাটিং করে একাই লড়াই করেন এ অলরাউন্ডার। ম্যাচ হারলেও ইনিংসে সাতটি বিশাল ছক্কা মেরে চট্টগ্রামের দর্শকদের মাতিয়ে তোলেন তিনি।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ঢাকা। তবে ৮৩ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি, শঙ্কা একশত রানের আগেই গুটিয়ে যাওয়ার। তবে সে সময় দারুণভাবে জ্বলে ওঠেন প্রসন্ন। শেষ ওভারে কুপারের বলে আউট হবার আগে করেন মাত্র ২২ বলে ৫৩ রান। এ রান করতে কোন চারের মার মারেননি। মেরেছেন ৭টি বিশাল ছক্কা।

এদিন মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন প্রসন্ন। যা বিপিএলের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগে বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে বরিশাল বার্নার্সের পক্ষে মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।

ঢাকার ইনিংসের ১৪তম ওভারে ব্যাটিংয়ে নামেন। নিজের দ্বিতীয় বলেই মোশারফ হোসেন রুবেলকে ছক্কা মারেন তিনি। এর এক ওভার পরে বিপিএলের সবচেয়ে সফল বোলার কেভন কুপারকে তিনটি ছক্কা মারেন প্রসন্ন। পরের ওভারে দারুণ ফর্মে থাকা শফিউল ইসলামকেও ছক্কা হাঁকান এ লঙ্কান। এরপর মোশারফের করা ১৮তম আরও দুইটি ছক্কা মারেন প্রসন্ন।

ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল ঢাকার। শেষ উইকেটে ঢাকার ভরসা ছিলেন এ প্রসন্নই; কিন্তু আরও একটি ছক্কা মারতে গিয়ে লং অফে আরিফুল হকের তালুবন্দি হন তিনি। আর তাতে ৯ রানে ম্যাচ হারের স্বাদ পেতে হয় তার দল ঢাকাকে।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।