সাব্বির-মিরাজের সামনে মাশরাফি


প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১৯ নভেম্বর ২০১৬

ভাগ্যের চাকা ঘুরচেই না মাশরাফি এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বিপিএলের চতুর্থ আসরে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে একটিও জয়ের দেখা না পাওয়া মাশরাফি বিন মর্তুজা আজ মাঠে নামবে সাব্বির-মিরাজের রাজশাহী কিংসের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৫.৪৫ মিনিটে।

টানা পাঁচ ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার ধাক্কা দিয়ে সামনে এগোনোর পালা। সেই কাজটাই করতে হবে মাশরাফি বিন মর্তুজাকে। কুমিল্লায় ভালো খেলার মতো বেশ কয়েকজন খেলোয়াড়ও আছেন। তবে কেন যেন তারা জ্বলে উঠতে পারছেন না। গত আসরের সেরা খেলোয়াড় আসহার জাইদির ব্যাট-বল এবার কোনো কথা বলছে না। দুইবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড় মারলন স্যামুয়েলসও নামের প্রতি সুবিচার করতে পারছেন না।

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা ইমরুল কায়েসও নিজেকে মেলে ধরতে পারছেন না। মাশরাফি জ্বলে ওঠার চেষ্টা করলেও, তা কাজে আসছে না। তবে আশা ছাড়েননি মাশরাফি। ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। একটি ম্যাচ জিতে মোমেন্টাম বদলে দেয়ার আশায় কুমিল্লা অধিনায়ক।

এদিকে খুব বেশি ভালো অবস্থানে নেই সাব্বির-মিরাজের রাজশাহী কিংসও। চলতি আসরে চার ম্যাচে মাঠে নেমে ১ জয়ের সঙ্গে তিন হারে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে দলটি। তবে আশা কথা হল ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন মুমিনুল-সাব্বির-প্যাটেলরা। তাই বল হাতে মিরাজরা জ্বলে উঠলেই জয়ের আশা করতেই পারে দলটি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।