শীর্ষে আর্জেন্টিনা দুইয়ে ব্রাজিল


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ১৯ নভেম্বর ২০১৬

বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ পর জয়ের দেখা পাওয়া মেসির আর্জেন্টিনা কদিন বাদে প্রকাশিত হতে যাওয়া ফিফার নতুন র‌্যাকিংয়েও শীর্ষস্থান ধরে রাখছে। আর টানা ছয় ম্যাচে জয় পাওয়া নেইমারের ব্রাজিল উঠে আসছে দ্বিতীয় স্থানে। আগামী ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন র‌্যাকিং ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ইএসপিএন জানায়, গত মঙ্গলবার কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা হারলেই শীর্ষে উঠে যেত ব্রাজিল। তবে ঘরের মাঠের ম্যাচটি ৩-০ গোলে জেতায় শীর্ষস্থান ধরে রাখবে লিওনেল মেসি-হিগুয়াইনরা। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দল হিসেবে এক আসরে টানা ছয় ম্যাচ জেতার রেকর্ড গড়া ব্রাজিল ব্যবধান কমিয়ে আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে।

এদিকে ব্রাজিল দুইয়ে ওঠে আসায় তিনে নেমে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। চতুর্থ স্থানেই থাকবে বেলজিয়াম। আর এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে আসবে টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ষষ্ঠ স্থানে নেমে যাবে কলম্বিয়া। সেরা দশের বাকি চারটি স্থানে আগের মতোই থাকবে ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।