টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৬

প্রথম জয়ের খোঁজে রয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলে একটিও জয় পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। রংপুরের বিপক্ষে আজ প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে মাশরাফি বিন মর্তুজা অ্যান্ড কোং।

তবে, ম্যাচ শুরুর আগেও ভাগ্য পক্ষে গেলো না মাশরাফির। কারণ কয়েন নিক্ষেপে হেরে গিয়েছেন তিনি। রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আমন্ত্রণ পেয়ে প্রথমে ব্যাট করতে নামতে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

এর আগে ঢাকা পর্বে চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে কারণে দলের মধ্যে অন্তর্দন্দও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। তবুও চট্টগ্রামের মাঠে গিয়ে যদি দলটির ভাগ্য বদলায় সে আশায় রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে রংপুর রাইডার্স রয়েছে দারুণ ফর্মে। আগেরদিনই তারা হারিয়ে দিয়েছে বরিশাল বুলসকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
লিটন দাস, ইমরুল কায়েস, আহমেদ শেহজাদ, মারলন স্যামুয়েলস, নাজমুল হোসেন শান্ত, সোহেল তানভির, রশিদ খান, আল-আমিন, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাইফুদ্দিন, নাবিল সামাদ।

রংপুর রাইডার্স
মোহাম্মদ শাহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, লিয়াম ডসন, শহিদ আফ্রিদি, জিয়াউর রহমান, আনোয়ার আলি, সোহাগ গাজী, আরাফাত সানি, রুবেল হোসেন, নাঈম ইসলাম।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।