ইংল্যান্ডের সহজ জয়


প্রকাশিত: ০৫:১৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বিশ্বকাপের ১৪তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ডের করা ৩০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে স্কটল্যান্ড সংগ্রহ করে ১৮৪ রান ।

এর আগে খেলার প্রথম ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেন ইংল্যান্ড।

ওপেনার মঈন আলি খেলেছেন ১২৮ রানের দারুন ইনিংস। ১০৭ বল খেলে ১২টি চার ও পাঁচটি ছয়ে ১২৮ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। সে তুলনায় তাঁর সঙ্গী ইয়ান বেল ছিলেন অনেকটাই ধীরগতির। ৮৫ বল খেলে দুটি চারে ৫৪ রান করেন বেল। তাঁদের ১৭২ রানের উদ্বোধনী জুটি বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ।

ইনিংসের ৩১তম ওভারের প্রথম বলে বেরিংটনের বলে ১৭২ রানে বেল আউট হয়ে গেলেও ক্রিজে রয়ে যান আলি। তবে বেশিক্ষণ নয়, চার ওভার পরেই মজিদ হকের শিকার হন মঈন। স্কোর তখন ২ উইকেটে ২০১ রান। এর পর ধুঁকতে থাকে ইংলিশরা। হঠাৎ করেই যেন ছন্দপতন। ৩৬তম ওভারের প্রথম বলেই ফিরে যান গ্যারি ব্যালান্স। ১৮ বল খেলে দুই অঙ্কে পৌঁছান তিনি। ১০ রানে ব্যালান্স যখন আউট হন, স্কোরবোর্ডে রান তখন ২০৩। ঠিক ছয় বল পরও রানসংখ্যা অপরিবর্তিত, তবে ক্রিজের ব্যাটসম্যানদ্বয়ের একজন তাঁর স্থান পরিবর্তন করেছেন। ১ রান করে ড্রেসিংরুমে ফিরে গেছেন জো রুট।

এর পর জুটি গড়ার চেষ্টা করেন এউইন মরগান ও জেমস টেলর। ১৭ রান (২৬ বলে) করে আউট হন টেলর। মরগান করেন ৪৬ রান। জস বাটলার খেলেন ১৪ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস।

ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩০৩।

জবাবে ইংল্যান্ডের দেয়া বিশাল টার্গেট তাড়া করতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে উদ্বোধনী ব্যাট করতে নামা কালাম ম্যাকলেওড মাত্র চার রান করেই জেমস অ্যান্ডারসনের বলে আউট হন। খেলার ১৭ রানে প্রথম উইকেট হারায় দলটি।

অবশেষে ৪২.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৪ রান করতে সক্ষম হয় স্কটল্যান্ড।

ম্যাচ সেরা হয়েছেন মঈন আলী।

ইংল্যান্ড দল: মঈন আলী, ইয়ান বেল, গ্যারি ব্যালেন্স, জো রুট, ইয়ন মরগান, জেমস টেইলর, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রোড, স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসন।

স্কটল্যান্ড: কায়েল কোয়েটজার, কালাম ম্যাকলেওড, ফ্রেডি কোলম্যান, ম্যাট ম্যাখান, প্রিস্টন মোমেসন, রিচি বিরিংটন, ম্যাথিউ ক্রস, জস ডেভি, মাজিদুল হক, অলাসদায়ির ইভান ও ইয়ান ওয়ার্ডল।

আরআই/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।