মাশরাফিদের নতুন চ্যালেঞ্জ


প্রকাশিত: ১০:২০ এএম, ১৭ নভেম্বর ২০১৬

চার ম্যাচের চারটিতেই হার। মাশরাফি বিন মর্তুজার নামের পাশে এটা বেমানান। তার পরেও এটাই বাস্তবতা। আর এ বাস্তবতা মেনে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক। টুর্নামেন্টে টিকে থাকতে হলে সব ম্যাচেই জয় পেতে হবে তাদের। কঠিন তবে অসম্ভব নয়। আর চ্যালেঞ্জটাই নিচ্ছেন অধিনায়ক।

বৃহস্পতিবার চট্টগ্রামের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুশীলন শেষে মাশরাফি বলেন, ‘জীবন তো সব সময় এক রকম চলে না। এটা নতুন চ্যালেঞ্জ। পেছনে যা ফেলে এসেছি আমি ওটা নিয়ে চিন্তা করি না। নতুন টুর্নামেন্ট, নতুন সময়। দেখা যাক কী হয়। চেষ্টা করতে হবে ভালো খেলার। যেহেতু এখনো কোনো কিছু পক্ষে আসেনি, এখন হারানোর কিছু নেই আমি মনে করি। এখন লড়াই করতে হবে মাঠে।’

আগের চারটি ম্যাচের চারটিতেই ব্যাটিং ভালো করতে পারেননি মাশরাফিরা। শেষ ম্যাচে বল হাতেও জ্বলে উঠেনি দল। তাই টানা হারের স্বাদই পেতে হয়েছে তাদের। আর চার ম্যাচে হারের কারণে টুর্নামেন্টে এখন আর বড় কোনো প্রত্যাশা নেই তাদের। প্রত্যাশা কম থাকায় নিজেদের মধ্যে চাপও কম।ৎ

‘পরিষ্কারভাবে ব্যাটিংয়ে আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না। শেষ ম্যাচে অবশ্য বোলিংও ভালো হয়নি। আসলে যেটা বললাম এখন এমন একটা পজিশনে যেখানে হারানোর কিছু নেই। এখন চেষ্টা করতে হবে সেরাটা খেলার। অনেক সময় এমন হয়, যখন প্রত্যাশা থাকে তখন চাপ থাকে, আর যখন প্রত্যাশা থাকে না তখন চাপও থাকে না। এখন হয়তো চাপটাও অনেক কম থাকবে। ওই জায়গা থেকে যদি আমরা পারফরম্যান্স করতে পারি তাহলে হয়তো ভালো হতে পারে।’

চার ম্যাচে হারলেও এখনও সব শেষ হয়ে গেছে এমনটা মানতে নারাজ মাশরাফি। একটি জয় পেলে মোমেন্টাম পাবেন আশা করছেন অধিনায়ক, ‘একটা জয় হয়তো বা সব কিছু পরিবর্তন করে দিতে পারে। তখন হয়তো বা যেখানে অনেক গ্যাপ আছে সেটা কভার হয়ে যাবে। কখনো কখনো এই ধরনের টুর্নামেন্টে একটি জয় মাথাটা খুলে দেয়।’

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।