ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড
ক্রাইস্টচার্চে বিশ্বকাপের ১৪তম ম্যাচে ইংল্যান্ডের করা ৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরেছে স্কটল্যান্ড। দলীয় ১৪৪ রান তুলতেই তারা খুইয়েছে ছয়টি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
এরই মধ্যে প্যাভিলিয়নের পথ ধরেছেন ক্যালাম ম্যাক্লাউড, ফ্রেডি কোলম্যান, ম্যাট মাচান, কোয়েটজার, মোমেসন ও বিরিংটন। তাঁদের রান যথাক্রমে ৪, ৭, ৫, ৭১, ২৬ ও ৮। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ ১৪৪ রান।
এর আগে খেলার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করেন ইংল্যান্ড। দলের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার মঈন আলী। তিনি ১২৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
এছাড়া এদিন ইংলিশদের হয়ে বিশ্বকাপের ওপেনিং জুটিতে ১৭২ রান করে নতুন রেকর্ড গড়েন মঈন ও বেল।
৬৯ রানে ৪ উইকেট নেন স্কটল্যান্ডের পেসার ডেভি।
আরআই