ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায় চিটাগাং


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৬ নভেম্বর ২০১৬

প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দাপুটে জয়। তখন অনেকেই বলেছিলেন, গতবারের টানা হারের প্রতিশোধ নিতে দারুণ প্রত্যয়ী চিটাগাং ভাইকিংস। কিন্তু এরপর আবার সেই গত আসরের ছায়া। টানা তিন ম্যাচের তিনটিতেই হার। তবে পারফরম্যান্সের পাশাপাশি এ হারের জন্য ভাগ্যকেও দায়ী করছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তার বিশ্বাস ঘরের মাঠ চট্টগ্রামেই ঘুরে দাঁড়াবে তাদের দল।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে বিজয় বলেন, ‘আমরা কিছু ভুল করেছি। কিছুটা দুর্ভাগ্যও ছিল। সব মিলিয়ে আমাদের শেষ তিনটা ম্যাচ ভালো যায়নি। অবশ্যই চেষ্টা করবো আমাদের চট্টগ্রাম পর্ব যেন ভালো কাটুক। এখানে চারটা ম্যাচ আছে। এখনো সুযোগ আছে অবশ্যই আমাদের হাতে। চারটার মধ্যে যদি তিনটা জিতে যেতে পারি এখানে মোমেন্টাম ঘুরেও যেতে পারে। আমরা সবাই মিলে আশা করছি একটা ভালো কামব্যাক করতে পারবো। চট্টগ্রামে ভালো কিছু হবে।’

গত আসরেও টানা হারের পয়েন্ট তালিকার তলানিতে ছিল চিটাগাং। অথচ কাগজে কলমে দারুণ দল গড়েছিল তারা। এ আসরেও প্রায় একই ঘটনা। শুরুতে দারুণ লড়াই করলেও ম্যাচের শেষদিকে এসে হেরে যাচ্ছে তারা। তাই দলের খেলোয়াড়দের কাছ থেকে আরও দায়িত্বশীল খেলা উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজয়।

‘সত্যি কথা বলতে আমরা শেষের দিকে এসে হেরে গেছি। শেষ দুই ওভার বা এক ওভারের মধ্যে হেরে যাচ্ছি। আশা করবো শেষের ওভারগুলো বুঝেশুনে খেলার, সেনসেবল হয়ে খেলার। সেট ব্যাটসম্যান যারা আছি সবাই একটু চেষ্টা করবো লম্বা সময় ধরে ব্যাটিং করা যায় কি না। যেন ২০ ওভার পর্যন্ত খেলতে পারি এমন একটা টার্গেট আছে। বোলারদের আরেকটি দায়িত্বশীল হতে হবে।’

ব্যক্তিগতভাবে নিজেও রান পাচ্ছেন না বিজয়। চার ম্যাচের দুইটিতেই হয়েছেন রান আউট। তবে সামনের ম্যাচগুলোতে ভালো করার প্রত্যয় প্রকাশ করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘টুকটাক টুকটাক চলছে। ওভারঅল একটু আনলাকি। দুই ম্যাচে রানআউট হয়ে গেছি। এক ম্যাচে ভালো করতে পারিনি। কালকে মোটামুটি একটা ব্যাটিং হয়েছে। তো আশা করছি সুযোগ আছে। এখনো আটটা ম্যাচ আছে। সুযোগ আছে ভালো কিছু করার। এখনো সুযোগ হাতছাড়া হয়নি। আশা করছি ভালো কিছু করতে পারবো।’

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।