প্রেস বর্জনের ঘোষণা মেসির আর্জেন্টিনার


প্রকাশিত: ০৭:৩০ এএম, ১৬ নভেম্বর ২০১৬

আর্জেন্টাইন তারকা লাভেজ্জির গাঁজা সেবন নিয়ে সংবাদ পরিবেশন করায় প্রেস বর্জনের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে বিষয়টি নিশ্চিত করে মেসির আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মেসি জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রেসের সামনে আর কথা বলব না। আর এর কারণও আপনারা নিশ্চয়ই জানেন।
 
মেসি আরো বলেন, এখানে (আমাদের বিরুদ্ধে) অনেক অভিযোগ, অনেক অপমান করা হয়েছে। আর লাভেজ্জির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মারাত্মক।

messi
 
উল্লেখ্য, লাভেজ্জি বর্তমানে চায়নিজ এক ক্লাবের হয়ে খেলছে। তার বিরুদ্ধে আর্জেন্টিনার এক রেডিও জার্নালিস্ট টুইট বার্তায় জানান, প্রশিক্ষণ চলাকালে লাভেজ্জি গাঁজা সেবন করেছে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন লাভেজ্জি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।