চশমা পরায় রোনালদোর জরিমানা!


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৬ নভেম্বর ২০১৬

কিছুদিন আগেই রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল সমর্থকেরা খুশি হলেও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নাইকির চশমা পরায় চটেছে ক্লাবের স্পন্সর অ্যাডিডাস।  

অ্যাডিডাসের বক্তব্য রোনালদো কেন রিয়াল মাদ্রিদের অনুষ্ঠানে নাইকির চশমা পরবেন? ক্লাবের কোনো অনুষ্ঠানে নাইকি বা অন্য কোনো স্পোর্টস কোম্পানির পণ্য ব্যবহার করা যাবে না- বলেই রিয়ালের ফুটবলারদের কাছে নির্দেশনা আছে। সেই নিয়ম লঙ্ঘন করায় পর্তুগিজ তারকাকে মোটা অঙ্কের টাকার জরিমানা দিতে হবে।  

এদিকে রিয়ালের স্পন্সর অ্যাডিডাস হলেও রোনালদো কিন্তু নাইকির মুখ। এই ব্র্যান্ডটির প্রমোশন করেন তিনি প্রাইম অ্যাথলেট হয়ে। ফলে নাইকির চশমা পরেই তিনি ও দিন এসেছিলেন ক্লাবে। নিজের স্পন্সরের উপকার করতে গিয়েই বিপত্তি ডেকে আনলেন রোনালদো।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।