১৫২ রানে অলআউট ভারত


প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৭ আগস্ট ২০১৪

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ১৫২ রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিছুটা প্রতিরোধ গড়ার চেস্টা করলেও ব্যর্থ হয়েছেন ভারতের বাকি ব্যাটসম্যানরা। ইংলিশ পেসারদের দাপটে মাত্র ৪৬.৪ ওভারেই ১৫২ রানে সমাপ্তি ঘটেছে ভারতীয়দের প্রথম ইনিংসের। ধোনি করেছেন ৭২ রান। ‘গোল্ডন ডাক’ (শুন্য রান) পেয়েছেন ৬ ভারতীয় ব্যাটসম্যান। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ৬ উইকেট দখল করেছেন। আরেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন নিয়েছেন ৩ উইকেট। বাকি একটি উইকেটে নিয়েছেন ইংলিশদের চতুর্থ পেসার ক্রিস জর্ডান।

উল্লেখ্য, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার শুরু হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও অতিথি ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট। ৫ ম্যাচের এই সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে। চতুর্থ টেস্টে তাই দুই দলের জন্যই সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।