মুক্তিযোদ্ধাকে রুখে দিয়েছে ব্রাদার্স


প্রকাশিত: ০২:২২ পিএম, ১৫ নভেম্বর ২০১৬

শুরুর দিকে বেশ ভালোই করছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময় যতো গড়িয়েছে আবদুল কাইয়ুম সেন্টুর দলও ততো পিছিয়েছে। নামতে নামতে টেবিলে ৬ নম্বরে চলে যাওয়া দলটি মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ব্রাদার্স ইউনিয়নের। প্রথম পর্বে তারা গোপীবাগের দলটিকে ২-০ গোলে হারালেও ফিরতি লেগে আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এগিয়ে গিয়েও ফিরেছে পয়েন্ট হারিয়ে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

নাইজেরিয়ান সিমনের গোলে ২৭ মিনিটে এগিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা। গোলটি ৭৪ মিনিট পর্যন্ত ধরে রেখে ষষ্ঠ জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল রেড ডেভিলরা। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট হারাতেই হয়েছে তাদের। ৭৫ মিনিটে গোল করে ব্রাদার্সকে মূল্যবান পয়েন্ট এনে দেন হাইতির ওয়ালসন।

ড্রয়ে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রাদার্স। এ ম্যাচের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ময়মনসিংহ পর্ব। ১৮ নভেম্বর পরের রাউন্ড শুরু হবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে।

আরআই/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।