‘মেসিকে থামানোর কোনো উপায় নেই’


প্রকাশিত: ০১:০০ পিএম, ১৫ নভেম্বর ২০১৬

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ। আর ওই ম্যাচে খেলবেন লিওনেল মেসি। একবার ভাবুন তো, প্রতিপক্ষ কাকে নিয়ে বেশি চিন্তিত থাকবে? উত্তর খুঁজতে গেলে মেসির নামটাই সবার আগে চলে আসবে। কলম্বিয়ার ক্ষেত্রেও ঘটছে এমন ঘটনাই।

আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময়) কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা জানালেন, মেসিকে আটকানোর পথ খুঁজছে তারা। তবে আর্জেন্টিনার অধিনায়ককে থামানোর কোনো উপায় পাচ্ছে না কলম্বিয়া!

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কলম্বিয়ার গোলরক্ষক বলেন, ‘মেসিকে থামানোর কোনো উপায় নেই। আমরা জানি, সে কে। আর্জেন্টিনার জন্য মেসি কতটা গুরুত্বপূর্ণ আর কোন পর্যায়ের খেলোয়াড়, তা-ও আমরা অবহিত।’

তবে শুধু মেসি নন, গোটা আর্জেন্টিনা দল নিয়ে সতর্ক থাকতে চান ওসপিনা। বলেন, ‘শুধু মেসির বিপক্ষে নয়, আমরা পুরো আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলছি। তাদের দলে আছে অসাধারণ সব খেলোয়াড়। তাই আমাদের প্রত্যেককে নিয়ে সতর্ক থাকতে হবে।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।