জয়ন্তিকা এক্সপ্রেক্সকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ


প্রকাশিত: ০৬:২৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

সিলেটে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেক্সকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে সিলেট রেল স্টেশন থেকে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেক্স যাত্রা করে। ট্রেনটি স্টেশন থেকে একটু দূরে যাওয়ার পরই দুর্বৃত্তরা ট্রেনটিকে লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করে। তবে সেগুলো ট্রেনে পড়েনি।

সিলেট রেল স্টেশনের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেক্সটি সিলেট রেল স্টেশন থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সিডিউল বিপর্যয়ের কারণে সেটি বেলা ১১টায় ছেড়ে গেছে। ছেড়ে যাওয়ার সময় স্টেশনের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। ট্রেনকে লক্ষ্য করেই সেগুলো ছোড়া হয়েছিল বলে জানান তিনি। দুর্বৃত্তদের ধরতে আইনশৃঙ্খলবাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন আব্দুর রাজ্জাক।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।