মুখোমুখি ব্রাজিল-জাপান


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৭ আগস্ট ২০১৪

ব্রাজিলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে জাপান । আগামী ১৪ অক্টোবর সিঙ্গাপুরে এই ম্যাচ অনুষ্ঠিত হবে ৷ জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পক্ষ থেকে বৃহস্পতিবার এই কথা জানানো হয়েছে।

আয়োজকরা জানান, একশ` কোটি ডলার ব্যয়ে তৈরি সিঙ্গাপুর স্পোর্টস কমপ্লেক্সে প্রায় ৫৫ হাজার ফুটবলপ্রেমী এই ম্যাচটি উপভোগ করতে পারবে।

ব্রাজিল ও জাপানের দুই নতুন কোচ কার্লোস দুঙ্গা ও হাভিয়ের আগুইররেও নতুন করে দল গোছানোর সুযোগ পাবেন ম্যাচটি দিয়ে।

বিশ্বকাপ ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নেয়া কোচ লুইস ফেলিপে স্কলারির জায়গায় ১৯৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুঙ্গাকে মঙ্গলবার নিয়োগ দেয় ব্রাজিলের ফুটবল সংস্থা।

ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে জাপান ছিটকে পড়ায় কোচের পদ থেকে সরে দাঁড়ান আলবের্তো জাক্কেরনি। ব্লু সামুরাইদের ২০১১ সালের এশিয়া কাপ এনে দেয়া এই কোচের শূন্যস্থান মেক্সিকোর আগুইররেকে দিয়ে পূরণ করেছে জাপান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।