আজ কি খেলবেন মাশরাফি?


প্রকাশিত: ০৮:২১ এএম, ১৪ নভেম্বর ২০১৬

টানা তিন ম্যাচে হারের পর থেকেই দলের একাদশ নির্বাচন নিয়ে ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়ক মাশরাফির মধ্যে দ্বন্দ্ব চরমে। এবার দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে রাগে-ক্ষোভে দুপুর ১টায় টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি। তাই এখন সমর্থকদের মনে প্রশ্ন, তাহলে আজ কি মাঠে নামবেন মাশরাফি?

এদিকে জাগো নিউজের সঙ্গে আলাপকালে মাশরাফি জানিয়েছেন, আমাকে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজি যে টিম দেবে তা নিয়েই খেলতে হবে। দল নিয়ে মালিকদের এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই হোটেল ছেড়ে চলে এসেছি। আজকের ম্যাচে খেলবো কী খেলবো না- এখন বলতে পারছি না।

উল্লেখ্য, আজ সন্ধ্যা ৭টায় সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে চলতি আসরে টানা তিন ম্যাচ খেলে তিনটিতেই হারের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে শেষে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।