মাশরাফির মুখোমুখি সাকিব


প্রকাশিত: ০২:৫১ এএম, ১৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় ম্যাচে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ গড়পড়তার দল গড়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। দারুণ দল গড়েও এখনও জয়ের দেখা পাচ্ছে না তারা। আজ তাদের প্রতিপক্ষ কাগজে-কলমে তারকাবহুল দল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে হার দিয়ে শুরু, এরপর হেরেছে বরিশাল বুলসের কাছে। সর্বশেষ ম্যাচে ১৪৪ রান তাড়া করে খুলনা টাইটান্সের সঙ্গে হেরে টেবিলের সর্বনিম্নে অবস্থান করছে দলটি। এখন পর্যন্ত কোনো জয়ের দেখা না পাওয়া কুমিল্লা এই ম্যাচে ঝাঁপিয়ে পড়বে জয়ের জন্য, এটা অনুমান করা যাচ্ছে সহজেই।

এদিকে ৩ ম্যাচের মধ্যে ২টি জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। দলীয় পারফরম্যান্সের এক দারুণ দৃষ্টান্ত দেখিয়ে চলেছে দলটি। ঢাকার বড়ো শক্তি দলে অনেকজন ম্যাচ উইনার আছেন। সাঙ্গাকারা, ব্রাভো, বোপারার সঙ্গে অধিনায়ক সাকিব, নাসির, তরুণ তুর্কি মোসাদ্দেক, সানজামুল- যে কেউই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।