কোয়ার্টার ফাইনালের রাস্তা অনেকটাই পরিস্কার
বৃষ্টির পানিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ ভেস্তে যাওয়ায় ক্রিকেটপ্রেমীদের মনে আঘাত লাগলেও আপাতপক্ষে লাভ হয়েছে বাংলাদেশেরই। বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় পয়েন্ট ভাগাভাগিতে কোয়ার্টার ফাইনালের রাস্তা এখন খানিকটা হলেও সহজ হয়েছে টাইগারদের জন্য।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানে উড়িয়ে দিয়ে রান রেটের সুবিধাটা পেয়েছে বাংলাদেশ। এছাড়া বড় দুই পরাশক্তি শ্রীলঙ্কা ও ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে জায়গা পায় বাংলাদেশ। নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের চিন্তা করাটা একটু হলেও কঠিন ছিল, কারণ শক্তিমত্তার দিক থেকে দুই দলের পার্থক্যটা বেশ পরিষ্কার।
কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় মূল্যবান ১টি পয়েন্ট পেয়ে গেছে বাংলাদেশ। ফলে পয়েন্ট টেবিলে এখনও তৃতীয় অবস্থানেই রয়েছে বাংলাদেশ।
এদিকে চলতি বিশ্বকাপ খুব খারাপ যাচ্ছে ইংল্যান্ডের জন্য। প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ব্যাটিং বিপর্যয়ের কারণে। রান রেটটা তো কমই, হারের কারণে কোনো পয়েন্টই নেই নিজেদের ঝুলিতে। এই বিশ্বকাপে অভারকাম করে কোয়ার্টার ফাইনালে যাওয়াটা বেশ কঠিনই এখন তাদের জন্য।
দুটি করে ম্যাচ খেলার পর ইংল্যান্ডের পয়েন্ট এখন ০, রান রেট -৩.৯৫২। ১টি জয় ও না খেলে পাওয়া ১টি পয়েন্টে বাংলাদেশের মোট পয়েন্ট ৩, রান রেট +২.১০০। বাংলাদেশের বাকি ম্যাচগুলোর মধ্যে একটি সহযোগী দেশ স্কটল্যান্ডের বিপক্ষে, জয়টাই আশানুরূপ। ৯ মার্চের মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডকে পরাজিত করতে পারলে কোয়ার্টার ফাইনালের লড়াই থেকে প্রায় ছিটকেই যাবে দলটি, যদি এর আগের সবকটি ম্যাচ জিতে তারপরও। তবে বাংলাদেশকে স্কটল্যান্ডের পাশাপাশি জিততে হবে আরও কোনো একটি দলের সাথে।
বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশসহ টেস্ট খেলুড়ে দল মোট ৫টি। স্বাভাবিকভাবেই কোয়ার্টার ফাইনালের জন্য এই দলগুলোই ফেভারিট। ৪টি দল যাবে পরের রাউন্ডে, সে হিসেবে রেংকিং বিবেচনায় বাংলাদেশ ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর।
আরএস/এমএস