জানুয়ারিতে ঢাকায় রোলবল বিশ্বকাপ


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

আগামী বছর জানুয়ারিতে ঢাকায় বসছে রোলবল বিশ্বকাপের চতুর্থ আসর। প্রাথমিকভাবে বিশ্বকাপ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জানুয়ারি। তারিখ এর কয়েকদিন আগে-পরেও  হতে পারে। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান জাগো নিউজকে বলেছেন, ‘আশা করছি বিশ্বকাপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাঁর সময় দেয়ার উপর নির্ভর করছে ঠিক কবে শুরু হবে রোলবলের বিশ্বের সবচেয়ে বড় এ  প্রতিযোগিতা। ওই দিন তিনি আমাদের রোলার স্কেটিং কমপ্লেক্সও উদ্বোধন করবেন। পল্টন ময়দানে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন পার্কিংয়ের স্থানে গড়ে তোলা হবে এ কমপ্লেক্স।’

৫৫টি দেশ এ বিশ্বকাপে অংশ নেবে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল। বেশিরভাগ দেশই ইউরোপের। খেলা হবে তিন ভেন্যুতে। দলগুলোর থাকার ব্যবস্থা হবে মিরপুর ক্রীড়া পল্লী, গুলশান জাতীয় শূটিং ফেডারেশন, ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সুুইমিং কমপ্লেক্স, বাফুফে ভবন, হ্যান্ডবল স্টেডিয়াম ও হকি স্টেডিয়ামে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, বুধবার বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা মন্ত্রনালয়ের সঙ্গে তাদের সভা আছে। সেখানে সব কিছু চূড়ান্ত হবে। বিদেশি দলগুলোর নিরাপত্তা, তাদের আবাসন স্থান গুলোর মান উন্নয়ন এবং বিশ্বকাপকে সফলভাবে আয়োজনের জন্য সব বিষয় নিয়ে এ সভায় আলোচনা হবে।  

রোলার স্কেটিং খেলা হয় কয়েকটি ক্যাটাগরীতে যার একটি রোলবল। রোলবল বিশ্বকাপের তৃতীয় আসর বসেছিল ২০১৫ সালে ভারতে। বাংলাদেশসহ ১৯দেশ অংশ নিয়েছিল ওই বিশ্বকাপে। ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ভারত।

আরআই/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।