টানা পঞ্চম জয় আবাহনীর


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

রহমতগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব পেছনে পড়েছে বেশ কয়েক ধাপ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা এখন বেশি জমেছে আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর মধ্যে। পঞ্চম শিরোপা পেতে যেমন মরিয়া আবাহনী, তেমন চ্যাম্পিয়নদের তালিকায় প্রথম নাম লেখাতে কোমর বেঁধে নেমেছে চট্টলার দলটি। ম্যাচের পর ম্যাচ জিতে আবাহনী অবশ্য আস্তে আস্তে মজবুত করছে নিজেদের অবস্থান।

রোববার বিকালে ময়মনসিংহ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আবাহনী ২-১ গোলে বিজেএমসিকে হারিয়ে উঠে যায় পয়েন্ট টেবিলের আরেক ধাপ উপরে। এ জয়ে পেছনে থাকা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়েছে জর্জ কোটানের দল। মাঠের বাইরে বসে বিজেএমসির জয় কামনা করা চট্টগ্রাম আবাহনীকে হতাশই হতে হয়েছে।

আবাহনীকে গুরুত্বপূর্ণ এ জয় এনে দিয়েছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা এবং ওয়াহেদ আহমেদ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর সানডে আবাহনীকে এগিয়ে দেন ৫৬ মিনিটে। তবে ১০ মিনিট পরই ইলিয়াসের পেনাল্টি গোলে ম্যাচে ফিরেছিল বিজেএমসি। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। ৮৩ মিনিটে ওয়াহেদের গোলে টানা পঞ্চম জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আবাহনী। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম আবাহনী। ১৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরেই পড়ে রইলো বিজেএমসি।

আরআই/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।