প্রোটিয়াদের মুখোমুখি ভারত


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

পুল `ব` বিগ ম্যাচে আগামীকাল রোববার মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা ও ভারত। মেলবোর্নে দু`দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল ৯.৩০ মিনিটে।

নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোয় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আত্মবিশ্বাসী হলেও,প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে তারা বেশ সাবধানী। এ পর্যন্ত বিশ্বকাপে দু`দলের তিন বারের সাক্ষাতে তিন বারই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট সমর্থকদের আলাদা করেই চোখ থাকবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের ম্যাচের দিকে।

এ ম্যাচে ভারত দলের একাদশে কোন পরিবর্তন আসবে না বলে-ই জানা গেছে। এ ম্যাচকে ঘিরে অনেকেই বলছেন, ভারতে শক্ত ব্যাটিং লাইনের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক। প্রোটিয়াদের সেই ভিত্তি আরও বাড়িয়ে দিয়েছেন পেসার ডেল ষ্টেইনের ফেরার খবর। এছাড়াও, ফিলিন্ডার,মরকেলরা তো আছেনই।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।