বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

শেষ পর্যন্ত প্রকৃতির কাছে হেরে গেলো আইসিসি। ব্রিসবেনে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।

এর আগে গত বুধবার থেকে ব্রিসবেনে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাইক্লোন ‘মার্সিয়া’-এর কারণে বৃষ্টির মাত্রা দিন দিন আরো বেড়ে যায়। শুক্রবার দিনভর ভারী বৃষ্টি হয়েছে। আজ সকালে কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমে ছিল। কিন্তু কিছুক্ষণ আগে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
আইসিসির পক্ষ থেকে অবশ্য ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেওয়া হয়। দৈর্ঘ্য কমিয়ে হলেও ম্যাচটা আয়োজন করতে মরিয়া ছিল আইসিসি।কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির কাছে হার মেনে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে আইসিসি।

গ্রুপ ম্যাচ গুলোর জন্য কোন রিজার্ভ-ডে না থাকায় পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে। তবে যে সব ক্রিকেটপ্রেমীরা অনেকদিন আগে টিকিট কেটে রেখেছেন,  তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আয়োজকরা।

এমআর/আরআই 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।