রাজশাহীকে ১৯৩ রানের লক্ষ্য দিল বরিশাল


প্রকাশিত: ১০:০১ এএম, ১৩ নভেম্বর ২০১৬

বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ স্কোরের ম্যাচ সম্ভবত দেখে ফেলেছে দর্শকরা। কিংবা, লো স্কোরের যে অভিযোগ, সেখান থেকে বেরিয়ে এসেছে বিপিএল। এবার সত্যিকারের আনন্দে মেতে উঠতে পারবেন দর্শকরা। গতকাল ঢাকা ডায়নামাইটস রংপুর রাইডার্সের বিপক্ষে করেছিল ১৭০ রান।

এবার সেই রানও ছাড়িয়ে গেলো বরিশাল বুলস। শাহরিয়ার নাফীস আর মুশফিকুর রহীমের অসাধারণ ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল স্কোর গড়ে তোলে বরিশাল বুলস।

টস হেরে ব্যাট করতে নেমে ফরহাদ রেজার হাতে শুরুতেই বিপদে পড়ে বরিশাল বুলস। স্কোর বোর্ডে কোন রান যোগ না করেই আউট হয়ে যান দিলশান মুনাভিরা। ১১ বলে ১৩ রান করে আউট হন ডেভিড মালান। ২১ রানে দুই উইকেট হারিয়ে যখন বরিশাল ধুঁকছিল, তখন মাঠে নেমে জুটি গড়েন মুশফিকুর রহীম আর শাহরিয়ার নাফীস।

এবারের বিপিএলে এখনও পর্যন্ত সবেচেয় বড় রানের জুটিটি গড়ে তোলেন মুশফিক আর নাফীস। ৪৪ বলে ৬৩ রান করে আউট হয়ে যান শাহরিয়ার নাফীস। ৪টি করে বাউন্ডারি আর ছক্কায় সাজান তিনি তার ইনিংস। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত নাফীসের এটা দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

নাফীস আউট হলেও অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহীম। শেষ পর্যন্ত ৫২ বলে ৫টি বাউন্ডারি আর ৪টি ছক্কায় ৮১ রানে অপরাজিত থেকে যান মুশফিক। শেষ মুহূর্তে মাঠে নেমে ১১ বলে ২৪ রান করে রানআউট জন শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা।

রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ২টি এবং ড্যারেন স্যামি নেন ১টি উইকেট।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।