দুপুরে সাব্বিরের বিপক্ষে মাঠে নামবে মুশফিক


প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৩ নভেম্বর ২০১৬

বিপিএল মিশনে প্রথম দেখার অপেক্ষায় সাব্বিরের রাজশাহী কিংস ও মুশফিকের বরিশাল বুলস। এখন পর্যন্ত এক জয় আর এক হারে দুই দলেরই পরিসংখ্যান সমান। তাই এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

বিপিএলের চলতি মৌসুম হার দিয়ে শুরু করলেও কাগজে-কলমে আসরের সেরা দল ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে কিছুটা স্বস্তিতে রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। সাঙ্গাকারা আর সাকিবের উইকেট নিয়ে ঢাকার ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন সামিত প্যাটেলও। এমন জয়ে দলে আত্মবিশ্বাস ফিরেছে ঠিকই। তবে, টুর্নামেন্টের বাকি পথটা ভালো করতে হলে দলগত পারফরম্যান্স চান স্যামি।   

আর প্রথম ম্যাচে ঢাকার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বরিশাল বুলসও। রাজশাহীর বিপক্ষে জয়ের ধারা ধরে রাখার প্রত্যয় মুশফিকের বরিশালের।  

রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ
মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, উমর আকমল, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি, আবুল হাসান রাজু, ফরহাদ রেজা, মোহাম্মদ সামি, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার।

বরিশাল বুলসের সম্ভাব্য একাদশ
মুশফিকুর রহীম, আবু হায়দার রনি, মেহেদী হাসান, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান, শাহরিয়ার নাফীস, থিসারা পেরেরা, রায়াদ এমরিত, দিলশান মুনাবীরা, দাওয়িদ মালান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।