জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৯ ওভার শেষে ৬ উইকেটে হারিয়ে ১১৮ রান। উমর আকমল ৫১ আর আফ্রিদি ২ রান নিয়ে ব্যাট করছে।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। উমর আকমল আর শোয়েব মাকসুদ ৮০ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় ঠেকানোর চেষ্টা করে। ৫০ রান করে শোয়েব মাকসুদ আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেইলর নিয়েছেন ৩ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।দিনেশ রামদিন আর সিমন্সের অর্ধশতকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩১০ রান সংগ্রহ করে তারা। খেলার শুরুতে গেইল আর স্মিথের উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে ক্যারিবীয়রা। ৭৫ রানের জুটি করে দলের হাল ধরেন স্যামুয়েলস আর ব্রাভো।
এরপর রামদিন ৫১ আর সিমন্স ৫০ রান করলে বড় সংগ্রহর দিকে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে স্যামি ৩০ আর রাসেল ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেললে ৩১০ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা। পাকিস্তানের পক্ষে হারিস সোহেল নেন ২ উইকেট।
এমআর/আরআইপি