শেখ জামালের বড় জয়


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

ফেডারেশন কাপে বিজেএমসিকে গোলবন্যায় ভাসিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আগেই কোয়ার্টার ফাইনালে নাম লেখানো জামাল। শুক্রবার তারা বিজেএমসির বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায়।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ছিল বলে কোচ মারুফুল হকে শুক্রবারের ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করেছেন রিজার্ভ বেঞ্চ। একজন কোচের কাছে এটাইতো বড় সুযোগ। জনা পাঁচেক ফুটবলার বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছিলেন শেখ জামালের কোচ। বিজেএমসিকে ৭ গোল উড়িয়ে দিয়ে শেখ জামাল দেখালো তাদের রিজার্ভ বেঞ্চও কতটা শক্তিধর।

হলুদ জার্সিধারীদের গোল উৎসব ২৩ মিনিটে শুরু হয়ে শেষ হয় ইনজুরি সময়ে। মাঝে আরও ৫ বার জাল থেকে বল কুড়িয়েছেন বিজেএমসির গোলরক্ষক। হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেলের বাড়ানো বলে ওয়েডসন গোলের সূচনা করেন। শেষ পর্যন্ত হ্যাটট্রিক করেই মাঠ ছাড়েন সর্বশেষ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ওয়েডসন। তিনি পরের ২ গোল করেন ৫১ ও ৫৮ মিনিটে। বাকি চার গোল করেন সোহেল রানা,কেস্টকুমার,লিওনেল ও রুবেল মিয়া।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।