রাজশাহীতে শহীদ মিনারে মানুষের ঢল


প্রকাশিত: ০৩:২৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৫

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য একুশের প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে। রাত ১২টা ০১ মিনিটে ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনারের বেদি।

নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

এছাড়াও সেখানে ফুল দেয় ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব, মেট্রোপলিটন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

তবে বিএনপির কোনো নেতাকর্মীদের শহীদ মিনার এলাকায় দেখা যায়নি। এদিকে, দিবসটি উপলক্ষে প্রতিটি শহীদ মিনারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব সদস্যদের টহল রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

প্রথম প্রহরের শুরুর পর থেকে নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে রাজশাহী কলেজ শহীদ মিনার, ভুবনমোহন পার্ক শহীদ মিনার ও কোর্ট শহীদ মিনার এলাকা।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।